ধনে পাতা খেলে শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কমে

ডায়াবেটিসে আক্রান্তদের জন্যে ধনে পাতা বিশেষ উপকারি।

ধনে পাতায় থাকা অ্যান্টি-সেপটিক মুখে আলসার নিরাময়েও উপকারী

ঋতুস্রাবের সময় রক্তসঞ্চানল ভাল হওয়ার জন্যে ধনে পাতা খেলে উপকার পাওয়া যায়

ধনে পাতায় থাকা আয়রন রক্তশূন্যতা সারাতেও বেশ উপকারী।

এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ব্যথা উপশমে কাজ করে।

ধনে পাতার ভিটামিন ‘কে’ অ্যালঝেইমার রোগের চিকিৎসায় বেশ কার্যকরী।

ধনেপাতা ত্বকের জ্বালাপোড়া এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে।

অ্যান্টি হিস্টামিন উপাদান থাকায় এরা অ্যালার্জি বা এর ক্ষতিকারক প্রভাব থেকে দূরে রাখে।

ধনেপাতা গুটিবসন্ত প্রতিকার এবং প্রতিরোধ করে।