কাজের চাপ, সাংসারিক ব্যস্ততা বা জীবনের ওঠাপড়া। এসবের মাঝে ছোটবেলার বন্ধুরা হারিয়ে যান?

অবশ্য সুখ-দুঃখের নানা মুহূর্তে তাঁদের কথা ফিরে আসে। কিন্তু যোগাযোগের উপায়?

উপায় রয়েছে। কিন্তু বহু দিন পর সেই বন্ধুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি কী ভাববেন?

চিন্তাগুলি মাথায় ঘুরঘুর করে। কিন্তু কয়েকটি পরামর্শ মানলে এই সমস্যা অনেকটাই সহজ হতে পারে।

যেহেতু পুরনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন কথাবার্তা হয় না, তাই যোগাযোগের প্রথম ধাপেই তাঁর কাছ থেকে পাহাড়প্রমাণ কিছু আশা করবেন না।

দীর্ঘদিনের যোগাযোগ না থাকায় যে অস্বস্তি তৈরি হয়েছে, তা কাটাতে পুরনো স্মৃতি রোমন্থন করুন।

হাসিঠাট্টা করতে পারেন। পুরনো সুখস্মৃতি ঘেঁটে দেখতে পারেন। অস্বস্তি কেটে যাবে।

যে সময়টা আপনারা একে অন্যের সঙ্গে ছিলেন না, সেই সময়ে বন্ধুর জীবনে কী কী ঘটেছে জিজ্ঞাসা করে দেখুন তো!

অতীতে যা-ই হয়ে থাক, তিক্ততা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

তবে হ্যাঁ, অতীতের ঘটনায় কার দোষ ছিল, কার গুণ এই নিয়ে চুলচেরা হিসেব না করলেই ভাল।