আধুনিক যুগে কমবেশি সবারই অত্যধিক কাজের চাপ রয়েছে। যা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে।
শরীর থেকে যত ঘাম ঝরাবেন, তত এনার্জি অনুভব করবেন। কাজে মনযোগ বাড়বে। উদ্বেগ কাটাতে সাহায্য করবে।
অফিসে কখনও-সখনও দাঁড়িয়ে কাজ করুন। গোঁড়ালির ওপর নিজের ওজনটা বাড়িয়ে ঝুঁকে কাজ করুন।
চা-কফি ব্রেকের সময় কাপ হাতে একটু এদিক-ওদিক ঘোরাঘুরি করে নিন।
কাজের ফাঁকে ফাঁকে ঘাড়টা একবার করে তুলে নিন। হাত দিয়ে ধরে থাকুন। চাপ ঝেরে ফেলে রিল্যাক্স করুন।
প্রচণ্ড কাজের মধ্যেও একবার করে চোখ বন্ধ রাখুন। কাজের চিন্তা ঝেড়ে ব্যক্তিগত ভাল মুহূর্ত মনে করুন।