টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০০৩ সালে 'নাটের গুরু' ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন রঞ্জিৎ-কন্যা। এরপর ২০০৪ সালেই একাধারে তিনটি ছবি মুক্তি পায় তাঁর। 'দেবীপক্ষ', 'শুধু তুমি', 'বন্ধন', 'বাদশা দ্য কিংগ'। প্রথম ছবিতেই জিতের সঙ্গে কাজ। তাঁদের জুটি ভীষণভাবে জনপ্রিয় হয় টলিউড জগতে। তাঁদের একসঙ্গে অজস্র সিনেমায় কাজ করতে দেখা যায়। ২০০৫ সালে কোয়েলের মোট ৫টি ছবি মুক্তি পায় যার মধ্যে একটি ওড়িয়া। বাংলা ছবিগুলি হল, 'চোরে চোরে মাসতুতো ভাই', 'শুভদৃষ্টি', 'যুদ্ধ', 'মানিক'। এরপর প্রত্যেক বছরেই গড়ে ৪ থেকে ৫টি করে ছবি মুক্তি পেতে থাকে অভিনেত্রী। এক সময়ে বাংলা ছবি মানেই তাতে কোয়েল মল্লিক থাকতেনই। শুধু কমার্শিয়াল ছবিই নয়, একাধিক ধরনের ছবিতে সচ্ছন্দ্য অভিনেত্রী। 'হেমলক সোসাইটি', 'অরূন্ধতী', 'হাইওয়ে' প্রভৃতি ছবিতে নজরকাড়া অভিনয় দেখা গেছে তাঁর। ২০১৫ তে তাঁর দুটি ছবি মুক্তি পায়। এরপর ২০১৬ সালে কোনও ছবি নেই তাঁর। ফের ২০১৭-এ কোয়েল 'ছায়া ও ছবি' এবং 'ককপিট' নিয়ে ফেরেন। করোনা কাটিয়ে ২০২০ সালে মুক্তি পায় 'রক্তরহস্য'। সৌকর্য ঘোষালের পরিচালনায় এই ছবি বেশ অন্য ধরনের। ২০২১ সালে মুক্তি পায় 'বনি' ও 'ফ্লাইওভার'। কল্পবিজ্ঞান ঘরানার ছবি 'বনি'।