ভারতীয় রেলে সফর করার জন্য বাচ্চাদের টিকিট কাটার ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে? সম্প্রতি কিছু সংবাদমাধ্যম সূত্রে শোনা গিয়েছিল যে বাচ্চাদের টিকিট কাটার নিয়ম নাকি পরিবর্তন করেছে ভারতীয় রেল। তবে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই তথ্য সম্পূর্ণ ভুল। নিয়ম একই রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক যে বাচ্চা সঙ্গে নিয়ে সফর করলে ভারতীয় রেলের টিকিটের ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে। ৫ বছরের কম বয়স হলে কোনও টিকিট লাগবে না বাচ্চাদের। তবে এক্ষেত্রে আলাদা বার্থ পাওয়া যাবে না। যদি ৫ বছরের কম বয়সীর জন্য আলাদা বার্থ বা সিট (চেয়ারকার) নেওয়া হয় তাহলে টিকিট লাগবে। ৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ১১ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে পুরো ভাড়া দিতে হবে। ৫ থেকে ১১ বছর বয়সীদের ক্ষেত্রে একটা গোটা বার্থের জন্য বুকিং করলে পুরো টাকা লাগবে। যদি বার্থ ছাড়া বাচ্চার জন্য সিট নেওয়া হয় তাহলে অর্ধেক টাকা লাগবে। ১২ বছর বয়সের উর্দ্ধে যারা তাদের ক্ষেত্রে পুরো টাকা লাগবে।