পুণ্যার্থী হচ্ছে না অমরনাথ-যাত্রায়। এও কি সম্ভব? দু'বছর বন্ধ থাকার পর গত ৩০ জুন চালু হয়েছিল অমরনাথ-যাত্রা। প্রথম দিকে রেকর্ড ভিড়-ও হচ্ছিল পুণ্যার্থীদের। কিন্তু গত ২ আগস্ট জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা পুণ্যার্থীদের কাছে ৫ আগস্টের মধ্যে দর্শন সেরে আসার আবেদন জানিয়েছিলেন। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই আর্জি উপরাজ্যপালের। তার পর থেকেই পুণ্যার্থীর সংখ্যা হুড়মুড়িয়ে কমছে, খবর প্রশাসন সূত্রে। সংখ্যা এতটাই কম যে রবিবার নিয়ে দুদিন যাত্রা বন্ধ রেখেছে প্রশাসন। এ বছর মেঘভাঙা বৃষ্টির জেরে বড়সড় বিপর্যয়ের সাক্ষী থেকেছে অমরনাথ-দর্শনে আসা পুণ্যার্থীদের একাংশ। যাত্রাশেষের মাত্র কদিন বাকি থাকলেও সেই স্মৃতিই কি আটকাচ্ছে পুণ্যার্থীদের? এখন যা পরিস্থিতি, তাতে বড়জোর দর্শনার্থীদের আর একটি ব্যাচ পাঠানো যাবে। ধারণা প্রশাসনের।