বর্ষার মরসুমে ফ্লোরাল ড্রেস! ইনস্টায় পোস্ট দিতেই ভক্তদের কমেন্টে যেন ভেসেই গেল জাহ্নবী কপূরের অ্যাকাউন্ট। এমনিতে যে কোনও ধরনের পোশাকেই সমান সাবলীল শ্রীদেবী-কন্যা। মানানসই সাজগোজ করে সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন লুকে ছবিও দিতে দেখা যায় তাঁকে। কিন্তু ফ্লোরাল যে তাঁর পছন্দের, সে কথা ইনস্টা অ্যাকাউন্ট একটু ঘাঁটলেই বোঝা যায়। 'মিলি' ছবির নামভূমিকায় জাহ্নবীর অভিনয় অনেকের নজর কেড়েছিল। বড়পর্দার বাইরে,ছবির প্রোমোশনেও মন কাড়লেন তিনি। 'বাওয়াল' ছবির প্রোমোশনের জন্য Magda Butrym-র এই ড্রেসটি বেছে নিয়েছিলেন তিনি। সাদার উপর লাল এবং গোলাপি ফুলের প্রিন্ট করা এই পোশাকটির মূল্য ১ লক্ষ ১৭ হাজার টাকারও বেশি। সঙ্গে মানানসই জুতো, একেবারে সামান্য অলংকার। তবে মেক আপ করেছিলেন পরিপাটি করে। সব মিলিয়ে একেবারে মুগ্ধ করার মতো লাগছিল জাহ্নবীকে।