আগামীকাল অর্থাৎ ১৪ জুলাই মুক্তি পাচ্ছে কাজল ও যিশু সেনগুপ্ত অভিনীত সিরিজ 'দ্য ট্রায়াল'।

এই সিরিজে কাজলের চরিত্রের নাম নয়নিকা। ট্রেলার মুক্তি পাওয়ার পরই টানটান এই কোর্টরুম ড্রামা নিয়ে সিনেপ্রেমীদের মধ্য়ে বাড়ছে উন্মাদনার পারদ।

'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজটি মুক্তি পারে অ্য়ামাজনে। এই সিরিজে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে পুলিশের ভূমিকায়।

রোহিত শেট্টি পরিচালিত এই সিরিজে দেখতে পাওয়া যাবে বিবেক ওবেরয় এবং শিল্পা শেঠি কুন্দ্রাও।

'মির্জাপুর' দর্শকের কাছে অন্য়তম চর্চিত সিরিজ। এবছরই মুক্তি পাবে 'মির্জাপুর সিজন ৩'।

এই সিরিজেও দেখা মিলতে চলেছে আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী এবং বিজয় ভার্মার। অ্য়ামাজন প্রাইমেই মুক্তি পাবে এই সিরিজ।

গানস এন্ড গুলাব। নাম শুনেই বোঝা যাচ্ছে এই গল্প অপরাধ জগত ও প্রেমকে কেন্দ্র করে তৈরি হয়েছে।

'ফ্য়ামিলি ম্য়ান' খ্য়াত পরিচালক রাজ ও ডিকে এই সিরিজটির পরিচালনা করেছেন। এই সিরিজে মুখ্য় চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও ও দুলকর সলমনকে।

'হীরামান্ডি'র হাত ধরে ওয়েব সিরিজে হাতখড়ি করছেন বলিউডের খ্য়াতনামা পরিচালক সঞ্জয়লীলা বনশালি।

সিরিজটিতে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল এবং সানজিদা শেখের মত অভিনেতারা রয়েছেন।