ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে জাহ্নবী কপূর ও বরুণ ধবন অভিনীত 'বাওয়াল' ছবির টিজার, মুক্তি জুলাইয়ের ২১ তারিখ



আজ এই ছবির প্রচারে ফুলেল পোশাকে ক্যামেরাবন্দি হলেন জাহ্নবী, একটি গোলাপ ফুল প্রিন্টের আকর্ষণীয় পোশাক পরেছিলেন তিনি।



অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে বরুণ ধবন ও জাহ্নবী কপূর অভিনীত, নীতেশ তিওয়ারি পরিচালিত 'বাওয়াল



প্রথম থেকে সাধারণ প্রেম কাহিনির মনে হলেও শেষ দৃশ্যে এসে দেখানো হয়েছে দুই মুখ্য চরিত্র বন্দি এক নাৎজি জার্মান গ্যাস চেম্বারে



দেখা যাচ্ছে অনেক মানুষের সঙ্গে বন্দি দুই তারকা, এবং প্রত্যেকে খানিক বিশুদ্ধ বাতাসের জন্য হাঁসফাঁস করছেন



তখনই একজন চেম্বারের একমাত্র ছোট্ট খোলা জায়গাটিও বন্ধ করে দিলেন, পোশাক থেকে আন্দাজ করা যায় তিনি নাৎজি জার্মানির প্রতিনিধি



টিজারে নেপথ্য কণ্ঠের মাধ্যমে শোনা যায় জাহ্নবী বলছেন যে 'খুব দেরি হওয়ার' আগে বরুণের ভালবাসা তাঁর বুঝে যাওয়া উচিত ছিল



এই টিজার প্রকাশ্যে আসার পর ট্যুইটারে একদল নেটিজেন তাঁদের ক্ষোভ উগড়ে দেন



তবে ছবির জনপ্রিয়তার উত্তর দেবে বক্সঅফিস। প্রচারে জাহ্নবীর সঙ্গে হাজির ছিলেন বরুণও।



কালো লেদারের জ্যাকেট ও প্যান্ট পরেছিলেন বরুণ।