Image Source: PIXABAY

আর সপ্তাহখানেক, তার পরেই দীপাবলির আলোয় ভেসে যাবে প্রায় গোটা দেশ।

যদিও দীপাবলিই একমাত্র আলোর উৎসব নয়। যেমন? 'হানুকা'-র কথা হয়তো অনেকেই শুনে থাকবেন।

'হানুকা' আসলে ইহুদি ধর্মবিশ্বাসীদের আলোর উৎসব।

ইহুদিদের কাছে এই উৎসবের বিপুল তাৎপর্য রয়েছে।

গোটা ইজরায়েল এই দিনটিতে আলোর বন্যায় ভেসে যায়।

গত বছর মুম্বইয়েও 'হানুকা' উপলক্ষ্যে এমন ছবি দেখা গিয়েছিল।

তবে এই উৎসব এক নয়, ৮ দিন ধরে উদযাপন করা হয়।

উৎসবের দিনগুলিতে প্রত্যেক ইহুদি ধর্মবিশ্বাসীর বাড়িতে ২৪ ঘণ্টা আলো জ্বলে।

ইহুদিদের বিশ্বাস, এই দিনটিতেজেরুজালেমের পবিত্র মন্দির পুনর্দখল করেছিলেন তাঁরা।

সেই বিশ্বাসকে শ্রদ্ধা জানাতেই এই আলোর উৎসব, 'হানুকা'।