উৎসবের মাস, শীতের আমেজ। অক্টোবরে ঘুরতে পারেন উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। তালিকায় রয়েছে শ্রীনগর

হিমালয় পরিবেষ্টিত ও ঝিলামের তীরে অবস্থিত। শ্রীনগরের হাউসবোট ও শিকারা মন্ত্রমুগ্ধ করতে পারে পর্যটকদের

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বারাণসী

সংস্কৃতি, ইতিহাস ও আধ্যাত্মিকতায় পরিবৃত্ত এই জায়গা। অক্টোবরে মনোরম আবহাওয়া দেখা যায় বারাণসীতে

তীর্থযাত্রার অন্যতম গন্তব্যস্থল এবং 'বিশ্বের যোগ রাজধানী' নামে পরিচিত ঋষিকেশ

অক্টোবর মাসে ছুটি কাটানোর সেরা গন্তব্য হতে পারে উত্তর ভারতের এই জায়গাটি। করতে পারেন রিভার ব়্যাফ্টিংও

অক্টোবরে ঘুরে বেড়ানোর অন্যতম ঠিকানা হতে পারে রাজস্থানের যোধপুর

এই সময়ে যোধপুরের আবহাওয়া ঠান্ডা ও মনোরম হয়ে ওঠে। সমৃদ্ধ ও ঐতিহ্যশালী সংস্কৃতি ধরা দেয় এই মরু শহরে

ভারতে অক্টোবরে পর্যটনের অন্যতম সেরা গন্তব্য হতে পারে কছ

রন উৎসব হয় এই সময়ে। সাদা মরুভূমির মধ্যে রোমাঞ্চের জন্য ক্যাম্পিং করতে পারেন কছে