৩.৪৩ লক্ষ কোটি। ২ হাজার টাকার যে নোট ইতিমধ্যে ফিরেছে তার টাকার হিসাব এমনটাই। এখনও বাজারে রয়ে গিয়েছে ১২ হাজার কোটি ২ হাজার টাকার নোট। জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। যে কোনও ব্যাঙ্কে ২ হাজারের নোট বদলের শেষ দিন ৭ অক্টোবর। কিন্তু যদি তারপর কেউ তা পান, তাহলে সেক্ষেত্রে কী হবে ? ২ হাজার টাকার নোটের ব্যবহার পুরোপুরি বন্ধ হলেও তা উদ্ধার হলে সেই মূল্য যাবে না জলে, বরং কয়েকটা ধাপে এগোলেই তা মিলবে। কীভাবে ? সেক্ষেত্রে আর ব্যাঙ্ক নয়। ২ হাজারের নোট বদলাতে সরাসরি যেতে হবে রিজার্ভ ব্যাঙ্কে। প্রত্যেক রাজ্যের রাজধানী শহরেই রয়েছে আরবিআইয়ের অফিস। সেখানে পৌঁছে জমা করতে হবে ২ হাজারের নোট। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের কথায়, ১৯ টি রাজ্যের রাজধানীতে রয়েছে আরবিআইয়ের শাখা। রিজার্ভ ব্যাঙ্কের শাখায় গিয়ে জমা করলে সেক্ষেত্রে ২ হাজারের সমমূল্যের অর্থ বা অন্য নোট পাবেন গ্রাহকরা। পুরনো নোট বাজার থেকে সরিয়ে নেওয়ার লক্ষ্যেই ২ হাজারের নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সেই লক্ষ্যে আরবিআই সফল বলেই দাবি শক্তিকান্ত দাসের। ২০১৬ সালে পুরনো ৫০০ ও ১ হাজার নোটবাতিলের ঘোষণার পর বাজারে এসেছিল ২ হাজারের নোট। ভারতীয় অর্থনীতিতে আপাতত যার মেয়াদ হয়ে রইল ৭ বছর।