এবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীকে। 'ভুল ভুলাইয়া টু' ছবিতে কাজ করেছেন তাঁরা। মুক্তির অপেক্ষায় 'ভুল ভুলাইয়া টু'। চলছে জোর কদমে প্রচার। সম্প্রতি ফিল্ম সিটিতে ছবির প্রচারে ক্যামেরাবন্দি হলেন কিয়ারা ও কার্তিক। গোলাপী শর্ট স্কার্ট স্যুটে কিয়ারা আডবাণীকে বেশ সুন্দর দেখাচ্ছিল। অন্যদিকে কমলা জ্যাকেট ও ট্র্যাক প্যান্টে, ক্যাস্যুয়াল সাজে ছিলেন কার্তিক আরিয়ান। গতকাল ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু অশরীরীর সঙ্গে বসে রয়েছেন রুহ বাবা। প্রসঙ্গত, এর আগে নিজেকে রুহ বাবা হিসেবে পরিচয় দিয়েছেন কার্তিক আরিয়ান। ছবির ক্যাপশনে লেখেন, 'পরিচয় করুন আমার বান্দবীদের সঙ্গে।' ইতিমধ্যেই 'ভুল ভুলাইয়া টু' ছবির টিজার দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগী থেকে নেট নাগরিকরা। প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আগামী ২০ মে মুক্তি পাবে এই ছবি।