বর্ষায় কীভাবে ভাল করে সংরক্ষণ করবেন চা পাতা ? প্যাকেট খোলার কয়েক সপ্তাহের মধ্যেই চায়ের সুগন্ধি চলে যেতে পারে তাই কয়েকটি পদক্ষেপে চা পাতা টাটকা রাখুন সূর্যের আলো এড়ান সূর্যের আলো চা পাতার গুণগত মান ও সুগন্ধি নষ্ট করে দিতে পারে বিভিন্ন মশলাপাতি থেকে দূরে রাখুন চা পাতার গন্ধ সুরক্ষিত রাখতে মশলা থেকে দূরে রাখুন কাঁচের পাত্র ব্যবহার করুন কাঁচের জার দুর্গন্ধ এবং আর্দ্রতা থেকে চা পাতাকে সুরক্ষিত রাখে এরপর এই জার কোনও কাপবোর্ডে রেখে দিলে নষ্ট হবে না চাপাতা