করোনা সেরে যাওয়ার পরও পুরোপুরি সুস্থ মনে হচ্ছে না? (ছবি: প্রতীকী) ক্লান্তি বা মাথাব্যথা, লেগেই রয়েছে? সাম্প্রতিক এক গবেষণা বলছে, কোভিড-পরবর্তী সময়ে সবচেয়ে চেনা এই উপসর্গগুলি। মেডিক্যাল কলেজ অফ জর্জিয়ার গবেষকরা অন্তত ২০০ জনের উপর সমীক্ষাটি চালিয়েছেন। সেই সমীক্ষার প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশিত হয়েছে 'সায়েন্স ডিরেক্ট'-র অধীনস্থ এক জার্নালে। দেখা যাচ্ছে, কোভিড-১৯ সংক্রমণের চার মাস পরও সবচেয়ে বেশি যে সমস্যা ভোগাচ্ছে তার মধ্যে অন্যতম মাথাব্যথা ও ক্লান্তি। গাঁটে গাঁটে ব্যথা, কাশি, স্বাদ ও গন্ধের ক্ষমতায় বদলও এই সময়ের অন্যতম উপসর্গ। জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়া এবং শীত-শীত ভাব, এই উপসর্গগুলিও রয়েছে তালিকায়। পর্যবেক্ষণটি প্রাথমিক স্তরে রয়েছে ঠিকই, তবে বিজ্ঞানীরা তাকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। কোভিড থেকে সেরে উঠে বিভিন্ন নিউরোলজিক্যাল উপসর্গ দেখা যাচ্ছে, ধারণা গবেষকদের। এমনকী যাঁদের স্ট্রোকের রেকর্ড ছিল না, তাঁদেরও হাত-পা সঞ্চালনে অসুবিধা হচ্ছে। অবসাদের উপসর্গও ২৫% ক্ষেত্রে স্পষ্ট।