Image Source: GETTY

একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে চন্দ্রযান-৩ অভিযানের।

LVM3 rocket-র মাথায় যে অংশটি থাকার কথা, গত কাল অর্থাৎ বুধবার তার সঙ্গে বাকি অংশ জুড়ে দেওয়া হয়েছে ।

চন্দ্রযান-৩ উৎক্ষেপণের জন্য এই 'লঞ্চ ভেহিকল মার্ক থ্রি' রকেটই ব্যবহার করা হবে।

সে দিক থেকে দেখলে শেষ পর্যায়ের কাজের গুরুত্বপূর্ণ মাইলস্টোন পার করেছে ইসরো।

আপাতত যা খবর তাতে আগামী ১৩ জুলাই ভারতের বুক থেকে রওনা দেবে চন্দ্রযান-৩।

এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি ইসরো।

তবে সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ আগেই জানিয়েছিলেন, এই অভিযানের জন্য ১২-১৯ জুলাই সপ্তাহটি নির্দিষ্ট রয়েছে।

দেশীয় উপায়ে তৈরি ল্যান্ডার মডিউল, প্রোপালশান মডিউল এবং রোভার। এই তিনটি নিয়েই তৈরি চন্দ্রযান ৩।

এবার যে ল্যান্ডারটি পাঠানো হচ্ছে, সেটি চন্দ্রপৃষ্ঠের একটি নির্দিষ্ট স্থানে 'সফট ল্যান্ড' করতে সক্ষম, খবর ইসরো সূত্রে।

২০১৯ সালের চন্দ্রযান-২ অভিযানে সফটওয়্যার গোলমালের ফলে 'ল্যান্ডার'-টি 'হার্ড ল্যান্ড' করে। সেই ভুল এড়ানো এবারের অন্যতম লক্ষ্য।