অনেকসময়ই পড়া মনে রাখতে সমস্যা হয় সমস্যা সমাধানে রয়েছে বৈজ্ঞানিক উপায় প্রথমে রয়েছে ফাইনম্যান পদ্ধতি পড়ার পর কাউকে শেখান তা এই পদ্ধতিতে মনে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়, মনে গেঁথে যায় সংক্ষিপ্তসার এরপর রয়েছে পোমোডারো পদ্ধতি ২৫ মিনিট পড়ে ৫ মিনিট বিরতি নিন এতে মূল কাজের প্রতি মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তিতে এই পদ্ধতি উপকারে আসে এছাড়াও নেমোনিক পদ্ধতিও রয়েছে ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে উপকারী কঠিন বিষয়ের সরলীকরণ করুন প্রথমে, তারপর বারবার বলুন তা বিরতি নিয়ে রিভিশনও করতে পারেন এতে মনে পড়ার সম্ভাবনা বেড়ে যায় পড়াশুনো শেষে নির্দিষ্ট সময় ঘুমোন মস্তিষ্ককে বিশ্রাম দিলে পড়া সহজে মনে থাকে