Image Source: Pexels

আপনার ফোন হারিয়ে গিয়েছে কিংবা চুরি হয়েছে? এমন হলে বিপদে পড়ার আগেই সতর্ক হন।

Image Source: Pexels

ফোন কবে খুঁজে পাওয়া যাবে সেই ভরসায় না থেকে কয়েকটি জরুরি কাজ আগেভাগে সেরে ফেলুন।

Image Source: Pexels

অতি অবশ্যই প্রথমে ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পর FIR দায়ের করতে হবে থানায়।

Image Source: Pexels

কিন্তু শুধু FIR দায়ের করলেই হবে না। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করা প্রয়োজন।

Image Source: Pexels

সবার আগে ফোন ব্লক করে দেওয়া প্রয়োজন। তাহলে যার হাতেই ফোন থাকুক না কেন অপব্যবহার হবে না।

Image Source: Pexels

Department of Telecommunications- এর CEIR ওয়েবসাইট থেকে ফোন ব্লক/আনব্লক করা সম্ভব।

Image Source: Pexels

অ্যান্ড্রয়েড বা আইওএস, যে ফোনই ব্যবহার করুন না কেন ডেটা ডিলিট করা প্রয়োজন।

Image Source: Pexels

আইওএস ফোনের অর্থাৎ আইফোনের ক্ষেত্রে ফোন অনলাইন থাকলে তবেই এই ডেটা ডিলিট করা সম্ভব।

Image Source: Pexels

এর পরেই রয়েছে সিম ব্লকের পদ্ধতি। ফোন হারালে বা চুরি হলে সিম ব্লক করে দেওয়া প্রয়োজন।

Image Source: Pexels

সিম ব্লক করে দিলে কেউ আর আপনার নম্বর নিয়ে অপব্যবহার করতে পারবে না।