আপনার ফোন হারিয়ে গিয়েছে কিংবা চুরি হয়েছে? এমন হলে বিপদে পড়ার আগেই সতর্ক হন। ফোন কবে খুঁজে পাওয়া যাবে সেই ভরসায় না থেকে কয়েকটি জরুরি কাজ আগেভাগে সেরে ফেলুন। অতি অবশ্যই প্রথমে ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পর FIR দায়ের করতে হবে থানায়। কিন্তু শুধু FIR দায়ের করলেই হবে না। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করা প্রয়োজন। সবার আগে ফোন ব্লক করে দেওয়া প্রয়োজন। তাহলে যার হাতেই ফোন থাকুক না কেন অপব্যবহার হবে না। Department of Telecommunications- এর CEIR ওয়েবসাইট থেকে ফোন ব্লক/আনব্লক করা সম্ভব। অ্যান্ড্রয়েড বা আইওএস, যে ফোনই ব্যবহার করুন না কেন ডেটা ডিলিট করা প্রয়োজন। আইওএস ফোনের অর্থাৎ আইফোনের ক্ষেত্রে ফোন অনলাইন থাকলে তবেই এই ডেটা ডিলিট করা সম্ভব। এর পরেই রয়েছে সিম ব্লকের পদ্ধতি। ফোন হারালে বা চুরি হলে সিম ব্লক করে দেওয়া প্রয়োজন। সিম ব্লক করে দিলে কেউ আর আপনার নম্বর নিয়ে অপব্যবহার করতে পারবে না।