শীর্ষে মাহেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক মাহেলা জয়বর্ধনে, ৩১ ম্যাচে করেছেন ১০১৬ রান

দুইয়ে ইউনিভার্স বস

তালিকায় দু'নম্বরে ক্রিস গেল, টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৮ ম্যাচে ৯২০ রান রয়েছে তাঁর, করেছেন জোড়া সেঞ্চুরিও

দিলশানের দাপট

তালিকায় তিন নম্বরে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান, টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৫ ম্যাচে ৮৭৯ রান করেছেন

ব্যাটিং গড় ৮৬.৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে বিরাট, মাত্র ১৬ ম্যাচে ৭৭৭ রান করেছেন

পাঁচে এ বি

৩০ ম্যাচে ৭১৭ রান করে তালিকায় পাঁচ নম্বরে এ বি ডিভিলিয়ার্স

হিটম্যান শো

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৮ ম্যাচে ৬৭৩ রান করে তালিকায় ৬ নম্বরে রোহিত শর্মা

সাতে সঙ্গকারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্য়াচে ৬৬১ রান করেছেন কুমার সঙ্গকারা, রয়েছেন ৭ নম্বরে

আটে ম্যাকালাম

২৫ ম্যাচে ৬৩৭ রান করেছেন ব্রেন্ডন ম্যাকালাম, কিউয়ি তারকা রয়েছেন ৮ নম্বরে

ছক্কার রাজা

৩১ ম্যাচে ৫৯৩ রান করে তালিকায় নয় নম্বরে যুবরাজ সিংহ

তালিকায় দশ নম্বরে

বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৬ ম্যাচে ৫৮৭ রান করেছেন

Thanks for Reading. UP NEXT

লক্ষ্মীপুজোর জন্য উপোস করলে লক্ষ্মীলাভ আপনারই

View next story