Image Source: PIXABAY

বেণী? সে তো পুরনো দিনের স্টাইল, সকলে না হলেও অনেকের ভাবনাই এরকম।

বেণী বিশেষ পোশাকের সঙ্গে দারুণ লাগে। তবে এসব বাদ দিয়েও বলা যায়, চুলের স্বাস্থ্য ধরে রাখতে বেণী জরুরি।

খোলা চুল দেখতে হয়তো ভাল, কিন্তু নানা ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

বেণী করলে আপনার চুল ভাঙে কম, ধারণা হেয়ার এক্সপার্টদের অনেকের।

চুলের আর্দ্রতা উবে যাওয়া আটকাতেও জরুরি ভূমিকা নিতে পারে বেণী।

'স্প্লিন্ট এনড্স' রয়েছে? সমস্যা কমাতে চুল খোলা না রেখে বেণীই শ্রেয়, পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

চুলের জট এবং জট ছাড়ানোর সময় ব্যথা, দুটোই কমাতে চান? বেণী করে দেখতে পারেন।

এতে চুল এলোমেলো কম হয়, ফলে জটও কমে পড়ে।

সূর্যালোকের ক্ষতিকর প্রভাব ও দূষণের হাত থেকেও চুলকে খানিক বাঁচাতে পারে বেণী।

সবথেকে বড় কথা, চুল পড়ার সমস্যাও কমায়। খোলা চুলের জায়গায় একবার বেণী 'ট্রাই' করবেন নাকি?