অ্যালোভেরায় উপস্থিত ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন এ, বি১২ ও ই, চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে।



অ্যালোভেরায় উপস্থিত উৎসেচক ফ্যাটকে ভাঙতে সাহায্য করে ফলে চুলের তৈলাক্ত ভাব কমে।



মাথায় চুলকানি বা দহন অনুভূত হলে তাতে কার্যকরী অ্যালোভেরা। খুশকি বা স্কাল্পের শুষ্কতা কমায় অ্যালোভেরা।



টাটকা অ্যালোভেরার রস সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চুলকে রক্ষা করে।



অনেকের মতে চুলের বৃদ্ধিতেও সহায়ক অ্যালোভেরা। তবে এই বিষয়ে কোনও বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি বটে।



বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে যে কোনও একটা পাতা নিন।



যেগুলো খানিক পুরনো ও পুরু সেই ধরনের পাতা নেবেন গাছের বাইরের দিক থেকে।



হলুদ ল্যাটেক্সগুলো বাদ দিয়ে দিন পাতা থেকে।



ছুরি ব্যবহার করে কাঁটাসমেত ধারটা কেটে বাদ দিয়ে দিন। ছাল ছাড়িয়ে নিন।



এরপর ভিতর থেকে স্কুপ করে বের করে নিন অ্যালোভেরা জেল।