বৃহস্পতিবার বিকেলে আচমকা নির্মীয়মাণ নতুন সংসদ ভবন পরিদর্শন করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এই প্রথম তাঁকে এভাবে নির্মাণকাজ
দেখতে আসতে দেখা গেল তা অবশ্য নয়


২০২১ সালের সেপ্টেম্বরেও মোদি এখানে এসেছিলেন কাজ কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সংসদের দুই কক্ষের কাজ খতিয়ে দেখলেন তিনি

এই সারপ্রাইজ ভিজিটের ফলে

হতবাক হয়ে যান সেখানে কর্মরত মানুষরা

র্মাণকর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও
কথা বলতে দেখা গেল তাঁকে


এই নতুন ভবন চত্বরের আয়তন ৬৪ হাজার ৫০০ বর্গমিটার