Image Source: PIXABAY

পিৎজা খেতে ভালোবাসেন?

উত্তরে অনেকেই হয়তো বলবেন, হ্যাঁ।

জিবে জল আনা এই ইতালিয় মেনুটি সন্ধের মুখরোচক খাবার হিসেবে ছোট থেকে বড়, সকলের মধ্যেই জনপ্রিয়।

যদিও এর নানা প্রকারভেদ রয়েছে।

তবে এর মধ্যে বেশ কয়েকটির জনপ্রিয়তা বিশ্বজুড়েই দেখা যায়।

যেমন Neapolitan Pizza। ইতালির নেপলস শহরে এই ধরনের পিৎজা বানানো হত। সেখান থেকেই এমন নাম।

সহজ-সরল, তবে একেবারে টাটকা উপকরণ দিয়ে তৈরি হয় এই পিৎজা।

এছাড়া রয়েছে 'Sicilian Pizza'। সাধারণত এই ধরনের পিৎজা চারকোণা আকৃতির হয়।

জনপ্রিয়তার নিরিখে অবশ্যই উপরের দিকে থাকবে Chicago Pizza।

এতে 'টপিং' দেওয়ার দারুণ সুযোগ থাকে। ফলে খেতেও দুরন্ত সুন্দর হয়। তালিকায় অবশ্য আরও কিছু নাম রয়েছে।