যখনই সময় পাচ্ছেন ঠান্ডা জল দিয়ে মুখে ঝাপটা দিচ্ছেন?

এই অভ্যাস কিন্তু আদতে খারাপ!

প্রচন্ড ঠান্ডা জলে মুখ ধুলে মুখে অনেক সময় ক্ষতি হতে পারে

অনেকে ভাবে মুখে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়

কিন্তু হিতে বিপরীত হয় অনেকসময়

তবে বরফ জলে মুখ ধুলে

মুখ অনেক বেশি ফ্রেশ থাকে

গরম থেকে এসেই মুখে জলের ঝাপটা দেবেন না

নর্মাল টেম্পারেচারে যে জল থাকে

সেই জলে মুখ ধুতে চেষ্টা করুন, এতে ত্বক ভাল থাকবে