Image Source: PIXABAY

মোবাইল, কম্পিউটার বা গেমিং কনসোল! দিনভর স্ক্রিনের সামনে থাকতে গিয়ে বইপড়ার দফারফা?

সেই অভ্যাস ফেরাতে হলে কী করবেন? কয়েকটি টিপস মেনে দেখতে পারেন।

প্রথমেই একটি TBR তালিকা তৈরি করে ফেলতে পারেন।

মানে To Be Read বইয়ের তালিকা।

বহু সময়ে কাছের কোনও বন্ধুর সঙ্গে বইপড়ার আনন্দ ভাগ করে নিতে পারেন।

যে কোনও বই পড়া শুরু করলেই যে সব সময় তা উৎসাহ ধরে রাখতে পারবে, তা নয়।

একেবারে উৎসাহ না পেলে মাঝপথে কোনও বই ছেড়েও দিতে পারেন।

সব কিছুর মতোই বইপড়ার অভ্যাস ফেরাতে হলে সময় মানা জরুরি।

প্রত্যেক দিন অন্তত মিনিট পনেরো বই পড়ার জন্য দেওয়া দরকার।

ধীরে ধীরে সময়টা বেড়ে যাবেই। শুধু দরকার অধ্যবসায়।