আর কয়েকটা দিন! তার পরেই চলে আসবে সন্তান। প্রেগন্যান্সির একেবারে চূড়ান্ত পর্যায়ে কেমন আছেন 'মামি টু বি' বিপাশা বসু? গ্ল্যামার টাল খায়নি, বরং সন্তান জন্মের দিন যত এগিয়ে আসছে তত জেল্লা বাড়ছে বলি-তারকার। কখনও হলুদ, কখনও আবার লাল। নানা রঙের ম্যাটারনিটি ড্রেস বেছে নিয়েছেন বিপাশা। সঙ্গে মানানসই সাজ। অভিনেত্রীকে যে প্রত্যেকটিতেই দুরন্ত লাগছে, তা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। কিছু দিন আগে নিজের সাধের ছবি দিয়েছিলেন বঙ্গতনয়া। সেখানে ম্যাজেন্টা রঙের শাড়িতে, বাঙালি সাজে দেখা গিয়েছিল তাঁকে। পরে বন্ধুরাও তাঁর জন্য আলাদা 'বেবি শাওয়ার' আয়োজন করেন। সেখানে অবশ্য 'পিচ' রঙের একটি গাউন পরে আসতে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৬ সালে কর্ণ সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বলি-অভিনেত্রী।