ফোনে চার্জ দিলে ব্যাটারি যেন সেই চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে তার জন্য কয়েকটি নিয়ম মেনে চলা প্রয়োজন। ফোনের লোকেশন সার্ভিস অফ করে দিতে পারেন। এর ফলে চার্জ কম নষ্ট হবে। ফোনে ব্যবহার করুন ডার্ক মোড। এর ফলে ব্যাটারিতে বহুক্ষণ চার্জ থাকবে। স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। অতিরিক্ত ব্রাইটনেস দ্রুত ফোনের চার্জ শেষ করে দেয়। ব্যাটারির পাওয়ার সেভিং মোড অতি অবশ্যই অন করে রাখুন। এর ফলে ব্যাটারিতে চার্জ স্টোর হবে। ফোনে গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট থাকলে তা বন্ধ রাখা প্রয়োজন। কারণ এই ফিচারেও খুব দ্রুত ব্যাটারির চার্জ কমে যায়। ফোনের ব্যাটারি খারাপ হলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। ফোন ব্যাটারি খারাপ হলে তা দ্রুত গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি ফোনের ব্যাক বা রেয়ার প্যানেল গরম হয়ে যেতে পারে অতিরিক্ত হারে। অতএব ফোনের ব্যাটারি ভাল রাখতে হলে একটু যত্নশীল হওয়া প্রয়োজন।