দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 5G ইন্টারনেট পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতেই বিশ্বের উন্নত প্রযুক্তির দেশগুলির মধ্য়ে নাম লেখাল ভারত।

জল্পনার শেষ, ভারতে শুরু হয়ে গেল ৫জি যুগ। রিলায়েন্স জানিয়েছে, দীপাবলি উপলক্ষে দেশের ১৩টি শহরে 5G পরিষেবা চালু করবে Jio।

5G পরিষেবা ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশ ব্যবহার করছে। জেনে নিন, এই মুহূর্তে ভারতে ইন্টারনেট গতির অবস্থা কী

আমরা যদি ইন্টারনেট গতির কথা বলি, তাহলে সৌদি আরবে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়।

OpenSignal-এর রিপোর্ট বলছে, সৌদি আরবে মোবাইল ব্যবহারকারীরা 414.2 Mbps ডাউনলোড স্পিড পান। অর্থাৎ গতির দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব।

অন্যান্য দেশে গতির অবস্থা

সৌদি আরব - 414.2 Mbps
দক্ষিণ কোরিয়া - 312.7 Mbps
অস্ট্রেলিয়া - 215.7 Mbps

তাইওয়ান - 210.2 Mbps
কানাডা - 178.1 Mbps
সুইজারল্যান্ড - 150.7 Mbps
হংকং - 142.8 Mbps

যুক্তরাজ্য - 133.5 Mbps
জার্মানি - 102.0 Mbps
নেদারল্যান্ডস এবং আমেরিকা - 79.2 Mbps

ভারতে ইন্টারনেট গতির কথা বললে, গাজিয়াবাদ জেলায় 50.9 এমবিপিএস ডাউনলোডের গতি পাওয়া যায়।

পুরো দেশের কথা বললে, ব্যবহারকারীরা ফিক্সড ব্রডব্যান্ড সংযোগ থেকে গড়ে 30 থেকে 35 Mbps এর মধ্যে গতি পান।