দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 5G ইন্টারনেট পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতেই বিশ্বের উন্নত প্রযুক্তির দেশগুলির মধ্য়ে নাম লেখাল ভারত।
জল্পনার শেষ, ভারতে শুরু হয়ে গেল ৫জি যুগ। রিলায়েন্স জানিয়েছে, দীপাবলি উপলক্ষে দেশের ১৩টি শহরে 5G পরিষেবা চালু করবে Jio।
OpenSignal-এর রিপোর্ট বলছে, সৌদি আরবে মোবাইল ব্যবহারকারীরা 414.2 Mbps ডাউনলোড স্পিড পান। অর্থাৎ গতির দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব।
সৌদি আরব - 414.2 Mbps
দক্ষিণ কোরিয়া - 312.7 Mbps
অস্ট্রেলিয়া - 215.7 Mbps
তাইওয়ান - 210.2 Mbps
কানাডা - 178.1 Mbps
সুইজারল্যান্ড - 150.7 Mbps
হংকং - 142.8 Mbps
যুক্তরাজ্য - 133.5 Mbps
জার্মানি - 102.0 Mbps
নেদারল্যান্ডস এবং আমেরিকা - 79.2 Mbps