Image Source: PIXABAY

বাড়ির খুদে সদস্যটি আত্মবিশ্বাসের অভাবে ভোগে?

কথায় কথায় জেদ বা ভয়ঙ্কর রাগ করে?

হতে পারে খারাপ পেরেন্টিংয়ের জের, বলছেন বিশেষজ্ঞরা।

এর ফলে নিজেকে নিয়ে নানা সন্দেহও তৈরি হতে পারে ছোট্ট মানুষটির মনে।

ভবিষ্যতেও এই ধরনের পেরেন্টিংয়ের ছাপ থেকে যায়।

যে কোনও ধরনের সম্পর্কে অবিশ্বাসী অনুভব করতে পারে তারা।

অকারণ আগ্রাসন, রাগ এমনকি অপরাধমূলক কাজকর্মের সঙ্গেও জড়িয়ে পড়তে পারে বাড়ির খুদে সদস্যটি।

মনোযোগের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে।

সার্বিকভাবে যে কোনও ধরনের শিখনের ক্ষেত্রেই এটি বিপজ্জনক। অর্থাৎ মা-বাবা যা শেখান ও যে ভাবে শেখান, তার ছাপ সহজে চলে যাওয়ার নয়।

তাই সেই শেখানোর পদ্ধতি কী হবে, সেটি ভেবে এগোনো দরকার।