ধীরে ধীরে শীতের আমেজ পড়ছে। এই সময়ে ছোটখাট ভ্রমণ খারাপ হবে না কিন্তু, কোথায় ঘুরতে যাবেন ? দেশের এরকম কয়েকটি জায়গার হালহকিকত দেওয়া রইল... গোয়া - সুদীর্ঘ সৈকত, রাতের জীবন-যাত্রা-সহ বিভিন্ন রোমাঞ্চে ভরা। এই সময়ে ঘোরার পক্ষে আদর্শ জায়গা কেরল- 'ঈশ্বরের আপন দেশ' নামে খ্যাত। নভেম্বরে মধুচন্দ্রিমার জন্য আদর্শ জায়গা কেরল জয়সলমের- থরের উপকণ্ঠে রয়েছে 'গোল্ডেন সিটি' জয়সলমের। নভেম্বরে ভ্রমণের অন্যতম সেরা ঠিকানা আগ্রা- যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল ছাড়াও দুর্গে ঘেরা এই শহর পর্যটকদের আকৃষ্ট করে জয়পুর- রাজস্থানের রাজধানী তথা 'গোলাপি শহর' নামে খ্যাত। রয়েছে অন্যান্য আকর্ষণ.. খাজুরাহো- UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নভেম্বরে এখানকার আবহাওয়া ঘোরার পক্ষে আদর্শ... মানালি- ছবির মতো সুন্দর জায়গা। রয়েছে সবুজ উপত্যকা ও বরফাবৃত শিখর... মুসৌরি- দুন উপত্যকায় অবস্থিত মুসৌরিকে 'পাহাড়ের রানি' বলা হয়। নভেম্বর-ডিসেম্বরে ঘোরার পক্ষে আদর্শ