Image Source: Narendra Modi Twitter

দীপাবলি মানেই সীমান্তের অতন্দ্র প্রহরীদের কাছে পৌঁছে যাবেন তিনি। এ বছরও তার ব্যতিক্রম হল না।

এ বার দীপাবলিতে কার্গিল এলেন প্রধানমন্ত্রী। আলোর উৎসবের আনন্দ ভাগ করে নিলেন জওয়ানদের সঙ্গে।

দেশাত্মবোধক গান গাইলেন জওয়ানরা। তাঁদের পাশে দাঁড়িয়ে গান শুনলেন প্রধানমন্ত্রী।

তৈরি হল আরও কিছু মুহূর্ত যার ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে দিলেন মোদি।

কখনও দেখা গেল সীমান্তের অতন্দ্র প্রহরীদের নিজে হাতে মিষ্টি খাওয়াচ্ছেন।

কোথাও সেনাবাহিনীর মহিলা সদস্যদেরও প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেল।

কার্গিলে বক্তব্য রাখার সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি।

বলেন, 'দীপাবলির অর্থ আতঙ্কের অবসান। কার্গিল সেটা সম্ভব করেছে।'

তাঁর বক্তব্যে উঠে আসে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের জয়ের কথাও। 

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছর সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন মোদি। এ বারও ধারা ভাঙল না।