এবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের হাতে ব্রিটেনের রাশ। কিন্তু, কে এই ঋষি সুনক ?

ঋষি সুনকের দাদু ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। চাকরি নিয়ে ইংল্যন্ডে গেছিলেন ঋষির ঠাকুমা

ঋষি সুনকের জন্ম, ১৯৮০ সালের ১২ মে। ব্রিটেনের বন্দর শহর সাউদাম্পটনে

বাবা চিকিৎসক। মা ফার্মাসিস্ট। তাঁর ওষুধের দোকান ছিল

অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ঋষি। রাজনীতিতে নামার আগে, ছিলেন একজন বিনিয়োগ ব্যবসায়ী

তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা NR নারায়ণমূর্তির জামাই। নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার স্বামী ঋষি সুনক

২০০৯ সালে, ক্যালিফর্নিয়ায় নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার সঙ্গে পরিচয় হয় ঋষির। সে বছরই বিয়ে করেন তাঁরা। ঋষি-অক্ষতার ২ মেয়ে

ঋষি’র রাজনীতিতে হাতেখড়ি ২০১৫ সালে। কনজারভেটিভের হয়ে ভোটে দাঁড়িয়ে রিচমন্ড ইয়র্কশায়ার থেকে জিতে সাংসদ হন

এক সময়, প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার ফলে, বরিস-মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পান ঋষি!

অক্ষিতার সম্পত্তির পরিমাণ, রানি এলিজাবেথের চেয়েও বেশি

Thanks for Reading. UP NEXT

দীপাবলিতে নানা মুহূর্তে মোদী!

View next story