Image Source: PTI

শক্তি বাড়িয়ে 'অতি বিপজ্জনক ঘূর্ণিঝড়ের' চেহারা নেওয়ার তোড়জোড় প্রায় শেষ 'বিপর্যয়'-র।

তারই প্রভাবে তুমুল জলোচ্ছ্বাস মুম্বইয়ের কোলাবার সৈকতে। শুরু হয়েছে আগাম মোকাবিলা প্রস্তুতি।

প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলাতে ঠিক কতটা প্রস্তুত প্রশাসন? খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশ, 'বিপর্যয়'-র অভিঘাত আছড়ে পড়তে পারে এমন এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরাতে হবে।

বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্য় ও পানীয় জলের মতো জরুরি পরিষেবা যাতে ধাক্কা না খায়, সে মর্মেও আমলাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী মোদি।

'বিপর্যয়'-র অভিঘাতে যে সব এলাকায় জরুরি পরিষেবা ধাক্কা খাবে, তা যেন দ্রুত মেরামতির ব্যবস্থা করা হয় সেই মর্মেও বার্তা দেন মোদি।

ইতিমধ্যেই মুম্বইয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫টি দল মোতায়েন করা হয়েছে, খবর ANI-র।

গুজরাতে মোতায়েন হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দল।

গুজরাত উপকূলের দেবভূমি দ্বারকা থেকে ১৩০০ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে।

আবহবিদদের পূর্বাভাস, ১৫ জুন দুপুরের মধ্যে 'বিপর্যয়' চরম অভিঘাত হওয়ার কথা। তার পর কী? আতঙ্কে কাটছে প্রহর।