উদ্বোধন হল নতুন সংসদ ভবনের ৬৪ হাজার বর্গ মিটার জুড়ে ত্রিভুজাকৃতি চারতলা এই ভবন মূল ভবনে ঢোকার মোট ৩টি দরজা, জ্ঞানদ্বার, শক্তিদ্বার ও কর্মদ্বার নতুন ভবনে রয়েছে লোকসভা, রাজ্যসভা, সেন্ট্রাল লাউঞ্জ সংসদীয় কর্তৃপক্ষের কার্যালয়, কনস্টিটিউশন হল রয়েছে নয়া ভবনে গ্রন্থাগার, ডাইনিং রুম এবং থাকছে পর্যাপ্ত গাড়ি রাখার ব্যবস্থা জাতীয় পাখি ময়ূরের আদলে তৈরি হয়েছে লোকসভা রাজ্যসভা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের আদলে