ভারতরত্ন রাজীব গাঁধী ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। মাত্র ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন তিনি। তিনিই ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৮৪ সালে তাঁর মা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী সন্ত্রাসবাদী হামলায় নিহত হন। তারপরেই প্রধানমন্ত্রী হন রাজীব গাঁধী। ১৯৮৯ সালের ২ মে পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী জনসভায় LTTE জঙ্গিগোষ্ঠীর এক সদস্যের আত্মঘাতী হামলায় মারা যান রাজীব গাঁধী। নির্বাচলী মিছিলের মাঝেই ওই মহিলা এসে রাজীব গাঁধীকে প্রণাম করেন তারপরেই কোমরের বেল্টে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান। হামলাকারী ছিলেন শ্রীলঙ্কার জাফনার বাসিন্দা থেনমোঝি রাজারত্নম ওরফে ধনু। প্রথমে দুন স্কুল, তারপর বিদেশে পড়াশোনা করা রাজীব গাঁধী ইঞ্জিনিয়ার ছিলেন। প্রশিক্ষিত পাইলটও ছিলেন তিনি