Image Source: PTI, Getty

ভারতরত্ন রাজীব গাঁধী ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন।

Image Source: PTI, Getty

মাত্র ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন তিনি। তিনিই ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

Image Source: PTI, Getty

১৯৮৪ সালে তাঁর মা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী সন্ত্রাসবাদী হামলায় নিহত হন। তারপরেই প্রধানমন্ত্রী হন রাজীব গাঁধী।

Image Source: PTI, Getty

১৯৮৯ সালের ২ মে পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি।

Image Source: PTI, Getty

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী জনসভায় LTTE জঙ্গিগোষ্ঠীর এক সদস্যের আত্মঘাতী হামলায় মারা যান রাজীব গাঁধী।

Image Source: PTI, Getty

নির্বাচলী মিছিলের মাঝেই ওই মহিলা এসে রাজীব গাঁধীকে প্রণাম করেন তারপরেই কোমরের বেল্টে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান।

Image Source: PTI, Getty

হামলাকারী ছিলেন শ্রীলঙ্কার জাফনার বাসিন্দা থেনমোঝি রাজারত্নম ওরফে ধনু।

Image Source: PTI, Getty

প্রথমে দুন স্কুল, তারপর বিদেশে পড়াশোনা করা রাজীব গাঁধী ইঞ্জিনিয়ার ছিলেন। প্রশিক্ষিত পাইলটও ছিলেন তিনি