প্রথম ওয়ান ডেতে কেমন হতে পারে ভারতীয় একাদশ? ভারতীয় দলের অধিনায়ক তথা ওপেনার শিখর ধবন ওয়ান ডে দলে কামব্যাক করতে পারেন শুভমন গিল বিরাটের অনুপস্থিতিতে তিন নম্বরে সম্ভবত শ্রেয়স আইয়ার ঋষভের বদলে উইকেটকিপার-ব্যাটার হিসাবে সম্ভবত সুযোগ পাবেন ঈশান সূর্যকুমার যাদবের দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত সিনিয়রদের অনুপস্থিতিতে খেলতে পারেন দীপক সহ-অধিনায়ক রবীন্দ্র জাডেজা তো দলে থাকবেনই ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে সুযোগ পেতে পারেন শার্দুল ভারতরে হয়ে গত ম্যাচ খেলার পর এই ম্যাচেও হয়তো সুযোগ পাবেন সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ জায়গা না পাওয়ার তেমন কোনও কারণ নেই লেগ স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালের জায়গাও পাকা