Image Source: Pexels

শরীরচর্চা করার পর সঠিকভাবে খাওয়াদাওয়া করা স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়।

Image Source: Pexels

জিমে ওয়ার্ক আউট হোক বা বাড়িতেই শরীরচর্চা- এরপর পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন।

Image Source: Pexels

পোস্ট ওয়ার্ক আউট মেনুতে কী কী খাবার রাখা প্রয়োজনীয় সেগুলিই দেখে নিন একনজরে।

Image Source: Pexels

কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া প্রয়োজন। এই তালিকায় রাখতে পারেন চিয়া সিড, ব্রাউন রাইস, ওটস, পাউরুটি এবং আলু।

Image Source: Pexels

শরীরচর্চা পরে কার্বোহাইড্রেট খাওয়ার কারণ হল এই উপকরণ আপনার শরীরে এনার্জির যোগান দেবে।

Image Source: Pexels

ওয়ার্ক আউট করার পর যে খাবার খাবেন সেখানে প্রোটিনের পরিমাণ সঠিকভাবে থাকা অত্যন্ত জরুরি।

Image Source: Pexels

প্রোটিন পেশীর গঠন সুদৃঢ় করে। এক্ষেত্রে ডিম, দুধ, দই, ইয়োগার্ট, মাছ, বিন্স, পনির, ডাল- এসব খেতে পারেন।

Image Source: Pexels

হেলদি ফ্যাট- শরীরচর্চার পর শরীরে প্রয়োজন হয় হেলদি ফ্যাটের। এর আওতায় থাকতে পারে ড্রাই ফ্রুটস, চিয়া সিড, বাদাম ও ফ্যাটি ফিশ।

Image Source: Pexels

শরীরচর্চার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরে। তাই শরীরকে হাইড্রেটেড রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

Image Source: Pexels

পরিমিত জলের পাশাপাশি খেতে পারেন বিভিন্ন ফলের রস, ডাবের জল এই জাতীয় পানীয়।