Image Source: PIXABAY

'সেনসিটিভ' স্কিন? রুক্ষ্মতা-খসখসে ভাব-সহ একাধিক সমস্যায় ভোগেন?

অনেক সময় আবার একটু বেশি সময় রোদে থাকলে ত্বক লালচে হয়ে যায়। কী করবেন এমন সময়ে?

ত্বকের র‍্যাশ, চুলকানি এবং অ্যালার্জির সমস্যা কমাতে দারুণ কার্যকরী বরফ ।

এছাড়াও রয়েছে হলুদ গুঁড়ো। অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি অ্যালার্জিক উপকরণ হিসেবে এটিও কাজ দেয়।

যেকোনও রকমে র‍্যাশ, চুলকানি বা অ্যালার্জির ক্ষেত্রে নারকেল তেল দারুণ ভাবে কাজ করে।

ত্বকের হাজারো সমস্যার সমাধান অনেক সময় ঘরোয়া টোটকাতেই পাওয়া যেতে পারে।

যেমন ধরুন অ্যালোভেরা।ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব কমাতে দুরন্ত উপকারী অ্যালোভেরা জেল।

বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেখান থেকে বের করে নিন অ্যালোভেরা জেল।

অথবা আজকাল অ্যালোভেরা জেল কিনতেও পাওয়া যায়।

তবে তার পরও সমস্যা না মিটলে অবশ্যই বিশেষজ্ঞের কাছে যান। তাঁরা আপনাকে সাহায্য করতে পারবেন।