সদ্যই ছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান। সেই সূত্রেই অম্বানি পরিবারে বসেছিল চাঁদের হাট

লিউডের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। হাই প্রোফাইল এই বাগদান অনুষ্ঠানে চোখ ফেরানো যাচ্ছিল না কোনও তারকার দিক থেকেই

অনন্ত ও রাধিকার বাগদানে সমস্ত তারকাদের মধ্যে থেকে নজর কেড়ে নিলেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন

কালো রঙের ডিজাইনার শেরওয়ানি এবং লাল জমকালো শাড়িতে অসাধারণ লাগছিল বলিউডের এই জনপ্রিয় দম্পতিকে

রণবীর- দীপিকার ছবি পোস্ট হতেই তাতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। দুই তারকাকে বলিউডের 'সেরা জুটি' বলেও উল্লেখ করেছেন অনেকে

কোনও অনুরাগী কমেন্ট করেছএন, 'দীপিকা পাড়ুকোনই বলিউডের একমাত্র নায়িকা, যাঁকে রাজকীয় লাগে।'

আবার কেউ লিখছেন, 'দীপিকা যদি ওর নিজের বিয়েতে এই পোশাক পরতেন, তাহলে আরও ভালো লাগত।'

বলিউডের অন্যতম চর্চিত এবং জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। অনস্ক্রিন থেকে অফস্ক্রিন উভয়েই তাঁরা বরাবর নজর কাড়েন

কিছুদিন আগে অবশ্য শোনা যেতে থাকে যে, দুই তারকার ব্যক্তিগত সম্পর্কে ফাটল দেখা দিয়েছে

কিন্তু সমস্ত জল্পনাকে খারিজ করে ফের একসঙ্গে দেখা যায় তাঁদের

Thanks for Reading. UP NEXT

শ্রাবন্তীর আকর্ষণীয় লুকের ছবি

View next story