একেবারে নির্ঘণ্ট মেনে অযোধ্যায় রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হল আজ। রাজকীয় সাজে সাজানো হয়েছে শ্রীরামচন্দ্রের বিগ্রহকে। অলংকারে সজ্জিত গোটা দেহ। বেনারসী কাপড়ে তৈরি হয়েছে তাঁর হলুদ ধুতি ও লাল অঙ্গবস্ত্র। খাঁটি সোনার জরি ও সুতোর কাজ করা তাতে। সোনার মুকুটে হিরে, চুনি ও পান্নার সাজ ঝলমল করছে। মুকুটের ঠিক মাঝে রয়েছেন সূর্যদেব। মুকুটের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হয়েছে বিগ্রহের কর্ণকুন্ডল। তাতেও হিরে ও চুনি বসানো রয়েছে। রামলালার গলায় শোভা পাচ্ছে অর্ধচন্দ্রাকৃতি স্বর্ণহার। ফুলের কাজ করা এই হার একাধিক পাথর দিয়ে তৈরি। একেবারে হৃৎপিণ্ডের কাছে রয়েছে কৌস্তুভ মণি। বিশ্বাস, শ্রীবিষ্ণু এবং তাঁর অবতারের প্রত্যেকে এই মণি ধারণ করেন। অর্ধচন্দ্রাকৃতি গলার হারের পরেই রয়েছে আরও একটি গয়না। বিশাল পেনডেন্ট বসানো সেই গয়নাও দামি পাথরে সজ্জিত। এছাড়াও তৃতীয় একটি গয়না পরানো হয়েছে রামলালাকে। তার নাম 'বৈজয়ন্তী' বা 'বিজয়মালা।' বাজুবন্ধ, কঙ্কন ও মুদ্রিকা তো রয়েছেই। কোমরের কাছে পরানো হয়েছে 'কাঞ্চি' বা 'করধানি।'