পৌরাণিক কাহিনি রচনা হয়েছে অজস্র, শ্রী কৃষ্ণের সেই দ্বারকায় নয়া উদ্যোগ

সেখানে সাবমেরিন পর্যটন শুরু করছে গুজরাত সরকার

২০২৪ সালের দীপাবলিতেই জলের নিচে দ্বারকা-দর্শন

সামুদ্রিক প্রাণী, জলের নিচের জগৎও ঘুরিয়ে দেখানো হবে

আটলান্টিকের নিচে টাইটানিকের ধ্বংসস্তূপ দেখার মতোই এই সাবমেরিন পর্যটন

কথিত আছে, মর্ত্যলোক থেকে যখন প্রস্থান করেন শ্রী কৃষ্ণ

আপনা থেকে জলে তলিয়ে যায় তাঁর হাতে তৈরি দ্বারকাও

যদিও কাহিনির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, প্রাচীন শহরকে ঘিরে কল্পকথা বলে দাবি

সেই দ্বারকা নগরীকে ঘিরেই এবার সাবমেরিন পর্যটন

একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে গুজরাত সরকারের