আজ অযোধ্যায় রাম জন্মভূমির উদ্বোধন। সারা বিশ্বের চোখ অযোধ্যার দিকেই।
ABP Ananda

আজ অযোধ্যায় রাম জন্মভূমির উদ্বোধন। সারা বিশ্বের চোখ অযোধ্যার দিকেই।



রাম মন্দির উদ্বোধন নিয়ে ক্রমশ বাড়ছিল উৎসাহ, আজই রামভক্তদের সেই বহু প্রতীক্ষিত দিন। নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হওয়ার কথা।
ABP Ananda

রাম মন্দির উদ্বোধন নিয়ে ক্রমশ বাড়ছিল উৎসাহ, আজই রামভক্তদের সেই বহু প্রতীক্ষিত দিন। নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হওয়ার কথা।



এ দিনটি উপলক্ষে বহু সরকারি ও বেসরকারি সংস্থা, একাধিক রাজ্য সরকার পূর্ণদিবস বা অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে।
ABP Ananda

এ দিনটি উপলক্ষে বহু সরকারি ও বেসরকারি সংস্থা, একাধিক রাজ্য সরকার পূর্ণদিবস বা অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে।



জাতীয় উৎসবের তকমা দিয়ে উত্তর প্রদেশে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পূর্ণদিবস ছুটি দিয়েছে।
ABP Ananda

জাতীয় উৎসবের তকমা দিয়ে উত্তর প্রদেশে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পূর্ণদিবস ছুটি দিয়েছে।



ABP Ananda

মধ্যপ্রদেশ সরকার রাজ্যের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির জন্য ছুটি ঘোষণা করেছে।



ABP Ananda

মহারাষ্ট্র সরকারও রাজ্যে ২২ জানুয়ারি ছোট ঘোষণা করেছে। রাজস্থান, ত্রিপুরা, ওড়িশায় অর্ধদিবস ছুটি



ABP Ananda

গোয়াতেও সেখানকার রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে



ABP Ananda

হরিয়ানা সরকারও ছুটি দিয়েছে। বেলা আড়াইটা পর্যন্ত সরকারি অফিস, স্কুল, কলেজে ছুটি দেওয়া হয়েছে



ABP Ananda

দিল্লি ও গুজরাত সরকার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে।



হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরেও ছুটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অফিস, PSU, সরকারি ব্যাঙ্ক, শেয়ার বাজারও বন্ধ থাকছে।