Image Source: ট্যুইটার

প্রতীক্ষার অবসান। ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে তিনটি মডেল লঞ্চ হয়েছে।

Image Source: ট্যুইটার

রেডমি নোট ১২ ৫জি, রেডমি নোট ১২ প্রো ৫জি এবং রেডমি নোট ১২ প্রো ৫জি- ফোনগুলো লঞ্চ হয়েছে।

Image Source: ট্যুইটার

রেডমি নোট ১২ সিরিজের ফোনগুলিতে রয়েছে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

Image Source: ট্যুইটার

রেডমি নোট ১২ ৫জি ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর।

Image Source: ট্যুইটার

অন্যদিকে রেডমি মোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর।

Image Source: ট্যুইটার

রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।

Image Source: ট্যুইটার

এই তিনটি ফোনই কেনা যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে। এর পাশাপাশি পাওয়া যাবে Mi.com, Mi Home stores এবং বিভিন্ন দোকানেও।

Image Source: ট্যুইটার

১১ জানুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড বা ইএমআই ট্রানজাকশনে ইনস্ট্যান্ট ১৫০০ টাকা ছাড় পাওয়া যাবে।

Image Source: ট্যুইটার

শাওমি সংস্থা পুরনো ফোনের পরিবর্তে এই ফোনগুলো কেনার ক্ষেত্রে ১৫০০ টাকা এক্সচেঞ্জ অফার দেবে ক্রেতাদের।

Image Source: ট্যুইটার

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৭ তারিখ ভারতে আসবে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন।