Image Source: Pexels

পুরনো আইফোন দীর্ঘদিন পর্যন্ত ভালভাবে ব্যবহার করতে চান?

Image Source: Pexels

আইফোনের পুরনো মডেল অনেকদিন পর্যন্ত ভালভাবে টিকিয়ে রাখার জন্য কী কী করবেন দেখে নিন।

Image Source: Pexels

নতুন আইফোন লঞ্চ করার সময় নতুন ফিচারের সঙ্গে সঙ্গে সফটওয়্যার আপডেটও যুক্ত করে অ্যাপেল কর্তৃপক্ষ।

Image Source: Pexels

একটি আইফোনে অন্তত চারটি বড় iOS আপডেট যুক্ত হয়। এর ফলে ফোন আরও বেশি সুরক্ষিত হয় এবং up-to-date থাকে।

Image Source: Pexels

তাই আপনার কাছে যে আইফোন রয়েছে সেখানে লেটেস্ট সফটওয়্যার আপডেট থাকা প্রয়োজন।

Image Source: Pexels

যদি আপনার আইফোনে স্টোরেজ পুরোপুরি ভর্তি হয়ে যায় এবং ফোন খুবই ধীর গতিতে কাজ করে তাহলে ফোন রিসেট করা প্রয়োজন।

Image Source: Pexels

আইফোন রিসেট করলে যাবতীয় cache এবং temp files ফোন থেকে ডিলিট হয়ে যাবে। ফোন দ্রুত গতিতে কাজ করবে।

Image Source: Pexels

আপনি চাইলে নতুন আইফোন কেনার পরিবর্তে ব্যাটারি পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে আপনার খরচ তুলনায় অনেকটাই কম হবে।

Image Source: Pexels

পেলের সার্ভিস সেন্টার থেকে আইফোনের ব্যাটারি পরিবর্তন করবেন। অন্য কোথাও থেকে আইফোনের ব্যাটারি পরিবর্তন না করাই ভাল।

Image Source: Pexels

উল্লিখিত তিনটি কৌশল ভালভাবে মেনে চললেই আপনার পুরনো আইফোনের মেয়াদও অনেকদিন হবে।