পুরনো আইফোন দীর্ঘদিন পর্যন্ত ভালভাবে ব্যবহার করতে চান? আইফোনের পুরনো মডেল অনেকদিন পর্যন্ত ভালভাবে টিকিয়ে রাখার জন্য কী কী করবেন দেখে নিন। নতুন আইফোন লঞ্চ করার সময় নতুন ফিচারের সঙ্গে সঙ্গে সফটওয়্যার আপডেটও যুক্ত করে অ্যাপেল কর্তৃপক্ষ। একটি আইফোনে অন্তত চারটি বড় iOS আপডেট যুক্ত হয়। এর ফলে ফোন আরও বেশি সুরক্ষিত হয় এবং up-to-date থাকে। তাই আপনার কাছে যে আইফোন রয়েছে সেখানে লেটেস্ট সফটওয়্যার আপডেট থাকা প্রয়োজন। যদি আপনার আইফোনে স্টোরেজ পুরোপুরি ভর্তি হয়ে যায় এবং ফোন খুবই ধীর গতিতে কাজ করে তাহলে ফোন রিসেট করা প্রয়োজন। আইফোন রিসেট করলে যাবতীয় cache এবং temp files ফোন থেকে ডিলিট হয়ে যাবে। ফোন দ্রুত গতিতে কাজ করবে। আপনি চাইলে নতুন আইফোন কেনার পরিবর্তে ব্যাটারি পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে আপনার খরচ তুলনায় অনেকটাই কম হবে। পেলের সার্ভিস সেন্টার থেকে আইফোনের ব্যাটারি পরিবর্তন করবেন। অন্য কোথাও থেকে আইফোনের ব্যাটারি পরিবর্তন না করাই ভাল। উল্লিখিত তিনটি কৌশল ভালভাবে মেনে চললেই আপনার পুরনো আইফোনের মেয়াদও অনেকদিন হবে।