ভারতে আইফোন ইউজাররা ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। ভারতের আইফোন ইউজারদের ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ব্যবহার করার জন্য মাসে ৯৯৯ টাকা দিতে হবে। অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে এই খরচের পরিমাণ কত হতে চলেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে ওয়েব এবং আইওএস- এর ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা করবে ট্যুইটার কর্তৃপক্ষ। এর আগে শোনা গিয়েছিল, ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ভারতীয় ইউজারদের ৭১৯ টাকা দিতে হবে। তবে এই ফিচার নতুন করে লঞ্চের পর শোনা গিয়েছে যে খরচ বেড়ে গিয়েছে। আমেরিকার ক্ষেত্রে ট্যুইটার ব্যবহাকারীদের মধ্যে যাঁরা অ্যান্ড্রয়েডে ট্যুইটার ব্যবহার করেন, তাঁদের প্রতি মাসে খরচ ৮ ডলার। অন্যদিকে আইওএস ইউজারদের ক্ষেত্রে মাসে ১১ ডলার দিতে হবে ব্লু সাবস্ক্রিপশন পাওয়া জন্য। এতদিন যাঁদের ট্যুইটারে ব্লু টিক অ্যাকাউন্ট ছিল, তাঁদেরকেও এই ভেরিফিকেশন ব্যাজ বজায় রাখার জন্য একই পরিমাণ খরচ করতে হবে। নাহলে অ্যাকাউন্টের ব্লু টিক বন্ধ হয়ে যাবে। ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের থেকে ইউজাররা অনেক সুযোগ সুবিধা পাবেন।