অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের একবার মহম্মদ শামি নিজেকে প্রমাণ করলেন সিরিজের পঞ্চম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক শামি ২৮.২২ গড়ে ৯ উইকেট নিয়েছেন অভিষেক সিরিজেওই বল হাতে প্রভাবিত করেছেন টড মার্ফি তরুণ অফস্পিনার ২৫.২১ গড়ে সিরিজে মোট ১৪টি উইকেট নিয়েছেন নাথান লায়ন বর্ডার-গাওস্কর ট্রফির সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক এই সিরিজে তিনি মোট ২২টি উইকেট নিয়েছেন টেস্টে ভারতের সাফল্যের বড় কারণ অশ্বিন-জাডেজা স্পিন জুটি এই সিরিজেও দুই সর্বোচ্চ উইকেটশিকারি এঁরাই জাডেজা লায়নের থেকেও কম, ১৮.৮৬ গড়ে ২২ উইকেট নিয়েছেন সিরিজে অশ্বিনের সংগ্রহ ১৭.২৮ গড়ে ২৫ উইকেট