'দুলহন হম লে যায়েঙ্গে' - নব্বইয়ের দশকের এই জনপ্রিয় ছবি দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। ছবিতে সলমন খানের সঙ্গে জুটি বাঁধেন করিশ্মা। 'রাজা হিন্দুস্তানি' - আমির খান ও করিশ্মা কপূর অভিনীত এই আইকনিক ছবি এখনও দেখতে পাওয়া যাবে অ্যামাজন প্রাইম ভিডিও। 'হসিনা মান যায়েগি' - সঞ্জয় দত্ত, গোবিন্দার সঙ্গে করিশ্মা কপূর অভিনীত এই ছবি দর্শকদের অন্যতম পছন্দের। জি ফাইভে দেখা যাবে এই ছবি। 'দিল তো পাগল হ্যায়' - শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, করিশ্মা কপূর অভিনীত এই ত্রিকোণ প্রেমের গল্প মনে ধরে দর্শকের। এখন দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়। 'বিবি নং ১' - ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাবে এই ছবি। পুরনো দিনে ফিরে যেতে চাইলে ফের একবার দেখতেই পারেন এই ছবি। 'হম সাথ সাথ হ্যায়' - সপরিবারে বসে দেখার জন্য অন্যতম সেরা ছবি এটি। করিশ্মা কপূরের অভিনয়ও নজর কাড়া। নেটফ্লিক্সে দেখতে পাবেন এই ছবি। 'আন্দাজ অপনা অপনা' - সলমন খানের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন করিশ্মা। দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়। 'কুলি নং ১' - গোবিন্দার সঙ্গে এই ছবি দর্শকের মনের খুব কাছের। জিও সিনেমায় এখন দেখতে পারেন এই ছবি। 'জুড়ওয়া' - ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই ছবি নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয়। অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই ছবি। 'শক্তি: দ্য পাওয়ার' - করিশ্মা কপূরের অভিনয় দক্ষতা বিশেষভাবে প্রশংসিত হয়েছিল এই ছবিতে। জি ফাইভে এই ছবি এখন দেখা যাবে।