চলচ্চিত্র জগতে অন্যধারার ছবি তৈরির জন্য বিখ্যাত পরিচালক সোনালী বসু। ৩ জুন ৫৭ বছর পূরণ করলেন তিনি।

২০০৫ সালে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। মুক্তি পায় তাঁর ছবি 'আমু'।

কলকাতায় জন্ম নেন সোনালী। 'আমু' ছবির পরিচালক, লেখক ও প্রযোজক সবই ছিলেন তিনি।

জীবনের বেশীরভাগ সময় তিনি মুম্বই ও নয়াদিল্লিতে কাটিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি গ্র্যাজুয়েশন শেষ করেন।

২০১২ সালে মুক্তি পায় 'চিটাগঙ্গ'। এই ছবির সহ-রচয়িতা ও প্রযোজক ছিলেন সোনালী বসু।

২০১৫ সালে মুক্তি পায় 'মার্গারিটা উইথ এ স্ট্র'। এই ছবিরও পরিচালক, লেখক ও প্রযোজক ছিলেন তিনি।

২০১৯ সালে মুক্তি পায় 'দ্য স্কাই ইজ পিঙ্ক'। এই ছবির পরিচালক ও লেখক তিনি।

সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওজে মুক্তি পেয়েছে 'মডার্ন লভ: মুম্বই'। সেখানে 'রাত রানি' গল্পটি তাঁর তৈরি।

একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন সোনালী বসু। ২০০৫ সালে জাতীয় পুরস্কার পান তিনি।

তাঁর তৈরি 'রাত রানি' গল্পটি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে 'রাত রানি' অ্যান্থলজিতে।