মিউকাস মেমব্রেনের মধ্য দিয়ে ভাইরাস সংক্রমণ হয়।
চোখেও মিউকাস মেমব্রেন থাকায় আশঙ্কা রয়েছে।
বর্ষাকালে ভাইরাস ব্যকটেরিয়ার প্রকোপ বেশি
তাই এই সময় বেশি করে চোখের যত্ন নেওয়া উচিত।
এসময় কনজাংটিভাইটিস, চোখের পাতা জুড়ে যায়
চোখ খচখচ করে, চোখ জ্বালা করে লাল হয়ে যায়
চোখের পাতায় আঞ্জুনি তৈরি হলে ব্যাথা হয়
এক্ষেত্রে চোখে হাত দেবেন না,চিকিৎসকের পরামর্শ নিন
খুব কষ্ট হলে পরিষ্কার তুলো , জলে ভিজিয়ে চোখ মুছুন
তোয়ালে, বালিশের কভার পরিষ্কার রাখুন।