চায়ের মতো কফির সঙ্গেও বেশ কিছু মশলা মিশিয়ে নেওয়া যায়। এইসব মশলা মিশিয়ে নিলে স্বাদ এবং গন্ধে আরও আকর্ষণীয় হয়ে ওঠে কফি। শুধু স্বাদ বা গন্ধ নয়, কফির গুণমানও বৃদ্ধি পায়। তাই চায়ের মতো কফিতে বিভিন্ন মশলা মিশিয়ে নিয়ে তৈরি করুন মশলা কফি। কফির সঙ্গে কী কী মশলা মেশানো যায় সেগুলো জেনে নিন। চা-প্রেমীদের কাছে আদা-চা খুবই প্রিয়। কফির সঙ্গেও মিশিয়ে নেওয়া যায় আদা। খেতে কিন্তু বেশ ভাল লাগে। লবঙ্গ মেশানো চা খেলে গলায় খুব আরাম লাগে। এই মশলাও মিশিয়ে নেওয়া সম্ভব কফির কাপে। সুন্দর গন্ধ হবে কফিতে। জায়ফল- এই মশলা মেশানো কফি খেলে স্ট্রেস কমে, ভাল ঘুম হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এলাচ মেশানো চা খেতে বড়ই সুস্বাদু। এই মশলা কফিতে মেশালেও খেতে খুব ভাল লাগে। সুন্দর গন্ধও হয়। দারুচিনি- এই মশলা মেশানো কফি রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্বাদে-গন্ধে এই কফি অতুলনীয়।